kalerkantho

অন্য রকম ভক্ত

রংবেরং ডেস্ক   

১৩ মার্চ, ২০১৮ ০০:০০অন্য রকম ভক্ত

ভক্ত তো কত প্রকারই হতে পারে। কিন্তু সদ্য প্রয়াত শ্রীদেবীর এই ভক্তটি বোধহয় একটু অন্য রকমই। ওমপ্রকাশ মেহরা নামের এই ভক্ত শ্রীদেবীকে নিজের স্ত্রী হিসেবে গণ্য করতেন। এ জন্য তিনি বিয়েও করেননি। সেই ‘স্ত্রী’ গত হওয়ায় তাই হিন্দু ধর্ম অনুযায়ী ১১ মার্চ মধ্য প্রদেশে নিজের বাড়িতে এক প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে গ্রামের সবাইকে দাওয়াত করে মধ্যাহ্নভোজ করিয়েছেন। এই উপলক্ষে নিজের চুলও সব ফেলে দিয়েছেন ওমপ্রকাশ। তাঁর বন্ধু কুঞ্জবিহারী জাট গণমাধ্যমকে বলেন, “আমার বন্ধুর বয়স যখন ২২ বছর তখন থেকেই সে শ্রীদেবীজিকে ভালোবাসত। তাঁকে নিজের স্ত্রী মনে করত ওম। শ্রীদেবী মারা যাওয়া পর সে ৫১ জন মেয়েকে দাওয়াত করে ‘খানা ভোজ’ও করিয়েছিল।”      মন্তব্য