kalerkantho


আবার শাকিব-মিশা

রংবেরং প্রতিবেদক   

১৩ মার্চ, ২০১৮ ০০:০০আবার শাকিব-মিশা

বয়কট, শিল্পী সমিতির নির্বাচনে হামলা-মামলাসহ নানা ইস্যুতে শাকিব খান ও মিশা সওদাগরের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। কেউ কেউ ধরে নিয়েছিলেন, আলোচিত এই নায়ক-ভিলেন জুটিকে হয়তো পর্দায় একসঙ্গে আর দেখা যাবে না। নতুন খবর হলো আসছে ঈদের একটি ছবিতে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন শাকিব খান ও মিশা সওদাগর। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটির নাম ‘ক্যাপ্টেন খান’। কিছুদিনের মধ্যেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে এর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

মিশা সওদাগর বলেন, ‘আমি কখনোই বলিনি যে শাকিবের সঙ্গে কাজ করব না। আমরা দুজন ইন্ডাস্ট্রিকে অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছি। আমাদের মধ্যে বোঝাপড়াটাও ভালো। এই ছবির গল্প এবং আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে।’ শাকিব খান বলেন, ‘মিশা ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি। আশা করি এবারের কাজটিও দর্শক গ্রহণ করবে।’ পরিচালক জানান, ২৫ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু করবেন। ছবিতে শাকিবের নায়িকা হবেন বুবলি।

 মন্তব্য