kalerkantho


বলিউডভক্ত তোরো

রংবেরং ডেস্ক   

৯ মার্চ, ২০১৮ ০০:০০বলিউডভক্ত তোরো

হলিউড পরিচালকদের বলিউডপ্রীতি দিনে দিনে বাড়ছেই। আগে পরিচালক পল ফিজ জানিয়েছিলেন, তিনি বলিউড ছবির পোকা, ছবি করতে চান শাহরুখ খানকে নিয়ে। এবার বলিউড নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন আরেক পরিচালক গুলেরমো দেল তোরো। এবারের একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক ও সেরা ছবির পুরস্কার জেতা এই মেক্সিকান পরিচালক দীর্ঘ আড্ডা দিয়েছেন মল্লিকা শেরাওয়াতের সঙ্গে। এই বলিউড অভিনেত্রীকেই তিনি হিন্দি ছবি নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। পল ফিজের মতো দেল তোরোও স্ত্রীর অনুরোধে বলিউডের ছবি দেখা শুরু করেন। এরপর নাচ-গানময় সিনেমার জাদুজালে জড়িয়ে গেছেন। দেল তোরোর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে মল্লিকা বলেন, “তাঁর সঙ্গে দেখা হওয়াটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। ‘প্যানস লাবেরিন্থ’ দেখার পর থেকেই তাঁর প্রতি অসম্ভব শ্রদ্ধা। তাঁর সঙ্গে দেখা হওয়ার পর তিনিই আমাকে চমকে দিয়েছেন। তিনি ভারতের ছবি দেখেন শুনে আমি তো অবাক।”

 মন্তব্য