kalerkantho


শাড়িতে কার্দাশিয়ান

রংবেরং ডেস্ক   

৮ মার্চ, ২০১৮ ০০:০০শাড়িতে কার্দাশিয়ান

‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণে শাড়িতে দেখা গেল কিম কার্দাশিয়ানকে। জনপ্রিয় এই রিয়ালিটি শো তারকার লাল শাড়ির ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। বিখ্যাত এই বাঙালি ডিজাইনার কাজ করেছেন বিভিন্ন বলিউড ছবিতেও। কিছুদিন আগেই নিজের শো ‘কিপিং আপ উইদ দ্য কার্দাশিয়ান’ নিয়ে ভারতে আসার ঘোষণা দিয়েছিলেন কিম। শাড়ি পরে প্রচ্ছদে হাজির হওয়াকে সেটারই অংশ বলে মনে করা হচ্ছে।

 মন্তব্য