kalerkantho


বঙ্গবন্ধুর গান দিয়ে বাপ্পী লাহিড়ীর ক্যারিয়ার শুরু

রংবেরং প্রতিবেদক   

৮ মার্চ, ২০১৮ ০০:০০বঙ্গবন্ধুর গান দিয়ে বাপ্পী লাহিড়ীর ক্যারিয়ার শুরু

১৯৭১ সালে বঙ্গবন্ধুর ওপর একটি গান করে ক্যারিয়ার শুরু করেছিলেন বাপ্পী লাহিড়ী। ৪ মার্চ রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেই এ তথ্য জানান এই ভারতীয় সংগীতশিল্পী ও সুরকার। এ সময় প্রধানমন্ত্রীকে নিজের মিউজিক ভিডিও অ্যালবাম ‘দ্য স্লাম স্টারস অব ইন্ডিয়া’ উপহার দেন বাপ্পী। আলাপচারিতার পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, শুধু বক্তৃতা নয়, সংগীতের মাধ্যমেও বিভিন্ন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করাসহ দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বাপ্পী লাহিড়ী প্রধানমন্ত্রীকে জানান, ভবিষ্যতে তিনি বাংলাদেশে বঙ্গবন্ধুর ওপর কনসার্টে অংশ নিতে চান।মন্তব্য