kalerkantho

অচিন মায়া

৭ মার্চ, ২০১৮ ০০:০০অচিন মায়া

হাবিব ওয়াহিদ ও অদিত—দুজনই একাধারে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। দুজনই স্টুডিও দিয়েছেন একই ফ্লোরে। এবার হাবিবের নতুন গান ‘অচিন মায়া’র ভিডিও নির্মাণ করেছেন অদিত। শুটিং হয়েছে ফটিকছড়িতে। এতে হাবিবের পাশাপাশি মডেল হয়েছেন আয়েশা মারজানা। হাবিব বলেন, ‘অদিত আমার প্রিয় একজন ছোট ভাই। ভিডিওটি নিয়ে আলাপ করার সময় সে বলে, যদি আপত্তি না থাকে আমি আপনাকে কাজটি করে দিতে চাই। ব্যস, দুজন মিলে চলে গেলাম শুটিংয়ে।’ কিছুদিন পরই হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে।মন্তব্য