kalerkantho


নিলামে শ্রীদেবীর আঁকা সোনম

৪ মার্চ, ২০১৮ ০০:০০নিলামে শ্রীদেবীর আঁকা সোনম

অবসরে ছবি আঁকতে ভালোবাসতেন শ্রীদেবী। কয়েক দিন বাদেই দুবাইয়ে প্রয়াত অভিনেত্রীর আঁকা কয়েকটি ছবির নিলাম হওয়ার কথা। মোহিত মারওয়ার বিয়ের আনুষ্ঠানিকতার পর পরিবারের সবাই মুম্বাই ফিরে এলেও এই নিলামের জন্যই দুবাই থেকে গিয়েছিলেন শ্রীদেবী। তাঁর আঁকা ছবির তালিকায় আছে সোনম কাপুরের এই ছবিটি। অভিষেক ছবি ‘সাওয়ারিয়া’র গানের একটি দৃশ্যে নীল পোশাক পরেছিলেন সোনম। সেটিই রংতুলিতে ফুটিয়ে তুলেছিলেন শ্রীদেবী।মন্তব্য