kalerkantho

আরো খবর

৩ মার্চ, ২০১৮ ০০:০০আরো খবর

‘জাগো বাংলাদেশ’-এর শুটিংয়ে মোশাররফ করিম

♦    ভারতের ‘সত্যমেভ জয়তে’ ও যুক্তরাষ্ট্রের ‘টেডএক্স’-এর আদলে চ্যানেল টোয়েন্টিফোরের অনুষ্ঠান ‘জাগো বাংলাদেশ’। উপস্থাপনায় মোশাররফ করিম। বৃহস্পতিবার অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নেন মোশাররফ। প্রথম ১৩ পর্বের বিষয় নারী নির্যাতন, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, বৃহন্নলা ও পরিবেশদূষণ।

♦    পাঁচ মাস ধরে গুরুতর অসুস্থ অভিনেত্রী রেহানা জলি। ফুসফুস জটিলতায় ভুগছেন তিনি, মেরুদণ্ডও ক্ষয়ে যাচ্ছে। প্রায় ২০০ ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

♦    চলচ্চিত্রশিল্পীদের বিশেষ ছাড়ে চিকিৎসা দেবে ইনসাফ আল বারাকাহ হাসপাতাল।মন্তব্য