kalerkantho


সাতজনের সঙ্গে রুম ভাগাভাগি!

রংবেরং ডেস্ক   

২ মার্চ, ২০১৮ ০০:০০সাতজনের সঙ্গে রুম ভাগাভাগি!

অ্যালিসিয়া ভিকান্দারকে এখন কে না চেনে। ‘ডেনিশ গার্ল’ থেকে ‘এক্স মেশিনা’ অস্কারজয়ী এই অভিনেত্রীর জনপ্রিয়তা দুনিয়াজুড়ে। সিরিয়াস ছবির সঙ্গে তাঁকে দেখা গেছে ‘জেসন বর্ন’-এর মতো পুরোপুরি বাণিজ্যিক সিনেমায়ও। তার বদৌলতে আয়-রোজগারও কম নয়। অথচ অভিনেত্রীকে একসময় থাকতে হয়েছে ভাড়া বাড়িতে। রুম ভাগাভাগি করতে হয়েছে সাতজনের সঙ্গে! সুইডিশ এই অভিনেত্রীকে একটা সময় লন্ডনে চলে আসতে হয়েছিল। ব্যয়বহুল শহরে টিকে থাকতে করতে হয়েছিল অনেক কষ্টও। ‘লন্ডনে আসার পর তিন বান্ধবী মিলে বাসা ভাড়া নিই। তাতেও কুলাতে পারছিলাম না, পরে আরো চারজনকে নেওয়া হয়। একসঙ্গে সাতজন থাকতে হতো।’ ব্যক্তিজীবনে এমন বিচিত্র অভিজ্ঞতার কারণে তাঁর নানা ধরনের চরিত্রে অভিনয় করাও সহজ হয়েছে বলে মনে করেন ভিকান্দার, ‘গেল কয়েক বছর অনেক ব্যস্ত কেটেছে। মনে আছে টানা কয়েক মাস বাড়ি ফিরতে পারিনি, হোটেলে থাকতে হয়েছে। নানা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। এই অভিজ্ঞতা পরে আমাকে কাজের ক্ষেত্রেও সাহায্য করেছে।’মন্তব্য