kalerkantho

টিভি হাইলাইটস

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০টিভি হাইলাইটস

নির্বাসন

নির্বাসন

এনটিভিতে রাত ৯টা ২০ মিনিটে রয়েছে নাটক ‘ভালোবাসার ফ্রেশ গল্প : নির্বাসন’। বিদেশি গল্পের ছায়া অবলম্বনে এটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয়ে রিয়াজ, ভাবনা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

নাটকটি তৈরি হয়েছে এখন থেকে ৫২ বছর পরের ভাবনা নিয়ে, যেখানে বদলে গেছে মানুষের চিন্তাভাবনার গতি-প্রকৃতি। শুধু একটা জিনিসই আগের মতো আছে, তা হলো আবেগ আর ভালোবাসা।

মিউজিক স্টেশন

আরটিভিতে রাত ১১টা ২০ মিনিটে রয়েছে সরাসরি সংগীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’। এ পর্বের অতিথি বাপ্পা মজুমদার। অনুষ্ঠানের নিজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গানগুলো গেয়ে শোনাবেন তিনি। শেয়ার করবেন গানগুলো নিয়ে নানা গল্প। উপস্থাপনায় দিঠি আনোয়ার।

ক্লিক

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ন্ত ট্যাক্সির পরিষেবা চালু করতে চাইছে উবার। সেটা দেখতে গিয়েছিল বিবিসির ক্লিক দল। এই খবরের পাশাপাশি থাকছে ‘ব্লেড রানার ২০৪৯’ ছবির স্পেশাল ইফেক্ট করা দলটির একটি সাক্ষাৎকার। অনুষ্ঠানটি দেখা যাবে বিকেল ৩টায়, বিবিসি ওয়ার্ল্ড নিউজে।

সাইবর্গস

মানুষগুলোর কেউ কেউ নিজেদের অনুভূতি আরো তীক্ষ করতে মাথায় সংযোজন করেছেন বিভিন্ন রকম ডিভাইস। কেউ বা আঙুলে লাগিয়েছেন চুম্বক কিংবা চামড়ার নিচে সংযোজন করেছেন চিপ, যা দিয়ে খোলা যাবে দরজা। এগুলো কি সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য, নাকি তাঁরা ভবিষ্যতের পথপ্রদর্শক? প্রামাণ্যচিত্রটি দেখা যাবে বিকেল ৩টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।মন্তব্য