kalerkantho


ভ্রু পল্লবে ডাক দিলে

রংবেরং প্রতিবেদক   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ভ্রু পল্লবে ডাক দিলে

তাঁর ভ্রুর নাচুনিতে কুপোকাত নেটিজেনরা। ছোট্ট একটি ভিডিও ক্লিপে শুধু ভ্রু কুঁচকেই আপাতত ইন্টারনেটের ভাইরাল সেনসেশন মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। ওমার লুলু পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা মালয়ালাম ছবি ‘ওরু আদার লভ’ দিয়েই অভিনয়জীবনের শুরু হতে চলেছে প্রিয়ার। যদিও ছবি মুক্তির আগে এই ছবিরই ‘মাণিক্য মালারায়া পুভি’ গানের ছোট্ট একটি ক্লিপের দৌলতে এক রাতের মধ্যে হয়ে গেছেন তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে তাঁকে ঘিরে চলছে বিরাট চর্চা। এক কোটি বারের বেশি ইউটিউবে দেখা হয়েছে এই ভিডিও। এক দিনের মাথায় ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা আট লাখ ছাড়িয়ে গেছে। আর টুইটারে প্রিয়া প্রকাশ সদ্য অ্যাকাউন্ট খুলেছেন। টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি। হ্যাশট্যাগ প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার টুইটারে এই মুহূর্তে ট্রেন্ডিং। এসবের ফাঁকে একটা রেকর্ডও করে ফেলেছেন প্রিয়া। সারা বিশ্বের তারকাদের মধ্যে তিনিই হচ্ছেন তৃতীয় কোনো তারকা, যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এক দিনে সর্বোচ্চ অনুসারী পেয়েছে। সংখ্যাটা ছয় লাখের ওপর। বলা হচ্ছে, তাঁর আগে রয়েছেন ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালডো এবং যুক্তরাষ্ট্রের মডেল কাইলি জেনার। ভক্তরা এখন প্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন। যেটুকু তথ্য সংগ্রহ করা গেছে তাতে জানা গেছে, কেরালার ত্রিসুর শহরেই থাকেন ১৮ বছর বয়সী অভিনেত্রী প্রিয়া। সেখানে বিমলা কলেজের বিকমের প্রথম বর্ষের ছাত্রী তিনি। শুধু অভিনয় নয়, চমৎকার গাইতেও পারেন এই অভিনেত্রী। গানের সঙ্গে নাচও তাঁর বেজায় পছন্দ। তবে ক্লাসিক্যাল নাচের দিকেই বেশি ঝোঁক। করে থাকেন মডেলিংও। তাঁর ভিডিও ভাইরাল হওয়া মাত্রই একের পর এক প্রেমের প্রস্তাবও পেতে শুরু করেছেন প্রিয়া। তবে প্রথম ঝলকেই যে বাজিমাত করে দিয়েছেন, তাতে বেশ খুশি এই অভিনেত্রী। টুইটারে প্রিয়া লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না। আমাকে ঘিরে মানুষের মধ্যে এমন উন্মাদনা আর ভালোবাসা দেখে আপ্লুত। সবাইকে অনেক ধন্যবাদ।’মন্তব্য