kalerkantho


৪০ ঘণ্টায় সাড়ে ১০ লাখ!

রংবেরং প্রতিবেদক   

১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০২৮ জানুয়ারি রাত ৮টায় এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায় শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের ‘চুম্মা’ গানটি। উত্তম আকাশের ‘আমি নেতা হবো’ ছবিতে ব্যবহৃত এই গান ৩০ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত সাড়ে ১০ লাখ মানুষ দেখেছে। এটি সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিবার দেখা বাংলা গানের রেকর্ড বলে দাবি করেছেন শাকিব খান। গতকাল অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘আমার আগের কোনো গান প্রথম দিনে এতটা সাড়া ফেলেনি। সত্যিই ভালো লাগছে। গানের কথা, সুর, গায়কি থেকে শুরু করে কোরিওগ্রাফিটা ছিল চোখে পড়ার মতো। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি ভালোবাসা রইল।’

মিম বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল একটা নাচের গান করার। এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। গানটি হিট হওয়ায় খানিকটা চাপমুক্ত হলাম। আমার বিশ্বাস, এই গান ছবিটির দর্শক বাড়াবে কয়েক গুণ।’ ‘চুম্মা’ গানটির সংগীত করেছেন শ্রী প্রীতম। গেয়েছেন শ্রী প্রীতম, জেমি ইয়াসমিন ও বনি। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি।মন্তব্য