kalerkantho


গানের নাম অ্যালবাম

রংবেরং প্রতিবেদক   

১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০গানের নাম অ্যালবাম

অনেক দিন পর নতুন গান নিয়ে এসেছেন নন্দিত গায়ক সুবীর নন্দী। গানটির শিরোনাম ‘অ্যালবাম’। ২৯ জানুয়ারি রাতে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও আপলোড করা হয়। গানটির মুখ—‘অ্যালবামে থরে থরে সাজানো ছবি/নির্বাক ছবিগুলো কথা কয়/কখনো হাসায়, কখনো কাঁদায়/কখনো আবেগের জোয়ারে ভাসায়’। কথা লিখেছেন ইলা মজিদ। সুর ও সংগীত পরিচালনায় গোলাম সারোয়ার। ভিডিও বানিয়েছেন এস এম তুষার।

সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘গানটি ক্লাসিক্যাল ঘরানার। অডিওর সঙ্গে মিল রেখেই লিরিক্যাল ভিডিও করা হয়েছে। অনেকেই শুনে ভালো লাগার কথা জানিয়েছেন।’মন্তব্য