kalerkantho


পেছাল ‘প্যাডম্যান’

নজির গড়লেন অক্ষয়

রংবেরং ডেস্ক   

২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০নজির গড়লেন অক্ষয়

সঞ্জয়লীলা বানসালির ‘পদমাবৎ’ ও আর বালকির ‘প্যাডম্যান’—দুটিই বিগ বাজেটের এবং সংশ্লিষ্ট তারকাদের স্বপ্নের ছবি। নানা কারণে ছবি দুটির মুক্তির তারিখ পড়ল একই দিনে—২৫ জানুয়ারি। আগে থেকেই ২৫ জানুয়ারি ডেটটি ছিল ‘প্যাডম্যান’-এর দখলে। একই দিনে ‘পদমাবৎ’ মুক্তির খবরে চিন্তায় পড়ে গিয়েছিল বলিউড। বক্স অফিসে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দুই ছবির প্রযোজকরাও নেমেছিলেন কথার লড়াইয়ে, কেউ কাউকে একচুল ছাড় দিতে নারাজ। শুক্রবারই বদলে গেল চিত্র। হঠাৎ সঞ্জয়লীলা বানসালিকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিলেন অক্ষয় কুমার। সেখানে ঘোষণা দিলেন, ২৫ জানুয়ারি নয়, ‘প্যাডম্যান’ মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি। শুটিং শুরু হওয়ার পর থেকেই কঠিন সময় পার করেছে ‘পদমাবৎ’, অবশেষে সারা ভারতে ছবিটি মুক্তির অনুমতি পেয়েছে—এসব বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়। তিনি বলেন, ‘সঞ্জয়লীলা বানসালি অনেক ঝামেলার মধ্য দিয়ে গেছেন। এই সময় অনেক বেশি জরুরি তাঁর ছবিটা মুক্তি দেওয়ার। এর গুরুত্ব আমার ছবির চেয়েও বেশি।’ আবেগাপ্লুত সঞ্জয় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। অক্ষয়ের পাশে বসেই বললেন, ‘সারা জীবন আমি অক্ষয়ের কাছে কৃতজ্ঞ থাকব। এভাবেই যেন আমরা একে অপরের পাশে দাঁড়াই।’মন্তব্য