kalerkantho


পর্বপ্রতি আয় আট কোটি

রংবেরং ডেস্ক   

২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০পর্বপ্রতি আয় আট কোটি

নিকোল কিডম্যান ও রিজ উইদারস্পুন

২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রচার শুরুর পর থেকেই সাড়া ফেলে ‘বিগ লিটল লাইজ’। এইচবিওর এই মিনি সিরিজ প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই বেশ কয়েকটি করে পুরস্কার ঘরে তুলেছে। মূল দুই চরিত্র করা নিকোল কিডম্যান আর রিজ উইদারস্পুন পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার-সম্মাননা। তুমুল জনপ্রিয় হওয়ায় এই সিরিজের দ্বিতীয় সিজনে নিজেদের পারিশ্রমিক বাড়িয়েছেন দুজনেই। এ বছর প্রচারের অপেক্ষায় থাকা পরের সিজনের পর্বপ্রতি একেকজন পাবেন ১০ লাখ ডলার [আট কোটি টাকারও বেশি]! সিরিজটি নির্মাণের সঙ্গে যুক্ত একটি সূত্র ‘হলিউড রিপোর্টার’কে এ তথ্য নিশ্চিত করেছে। ‘গেল বছর ওয়েব সিরিজের রাজত্বের মধ্যেও টিভিতে দর্শক ধরে রেখেছিল সিরিজটি। এ জন্য অনুমিতভাবেই তাঁরা দুজন পারিশ্রমিক বাড়িয়েছেন। প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও আপত্তি করা হয়নি,’ বলেন সিরিজটি নির্মাণের সঙ্গে জড়িত একজন। অস্ট্রেলিয়ান লেখিকা লিয়ান মরিয়ার্টির উপন্যাস অবলম্বনে সিরিজটি।মন্তব্য