kalerkantho


এক হচ্ছেন হৃতিক-সুজান?

রংবেরং ডেস্ক   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০এক হচ্ছেন হৃতিক-সুজান?

২০১৬ সালে ঘর ভেঙেছিল। গুজব ছিল, অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে প্রেমের জন্যই হৃতিক রোশানকে ছেড়েছিলেন সুজান খান। আনুষ্ঠানিকভাবে কখনোই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বিচ্ছেদের পর হৃতিকের সঙ্গেই থেকে যায় দুই সন্তান, যাদের সঙ্গে প্রায় প্রতি মাসেই নিয়মিত দেখা করেছেন সুজান। সন্তানদের জন্মদিন হৃতিককে নিয়ে উদ্‌যাপন করেছেন। বিচ্ছেদের পর গেল দুই বছরে ৩০ বারেরও বেশি তাঁদের দেখা হয়েছে। সর্বশেষ ১০ জানুয়ারি হৃতিকের জন্মদিনের পার্টিতে সুজান হাজির হওয়ার পর গুঞ্জন ফের ডানা মেলে। দুজনের ঘনিষ্ঠ সূত্ররা বলছেন, অনেক দিন ধরেই তাঁরা ফের একসঙ্গে থাকার কথা ভাবছিলেন। সূত্রটি হৃতিক-সুজান ফের বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলেও জানায়। মূলত অর্জুন রামপালের সঙ্গে কথিত প্রেম ভেঙে যাওয়ার পর থেকেই হৃতিকের কাছে ফিরতে চাইছিলেন সুজান। কঙ্গনার সঙ্গে ঝামেলার সময় হৃতিককে পূর্ণ সমর্থন জানিয়ে বিবৃতিও দেন, যা হৃতিককে খুবই খুশি করে। সেই পরিস্থিতিতে সাবেক স্বামীর সঙ্গে নিয়মিত কথা বলে মানসিকভাবে চাঙা রাখতেন। তখন দুজনের কাছের বন্ধুরাও তাঁদের সমর্থন করেন। এভাবেই সুগম হয় তাঁদের পুনর্মিলনের পথ।মন্তব্য