kalerkantho


মুখ লুকিয়ে ববিতা ও চম্পা

১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০মুখ লুকিয়ে ববিতা ও চম্পা

মুখ লুকিয়ে মঙ্গলবার বাণিজ্য মেলায় হাজির হয়েছিলেন দুই বোন— ববিতা ও চম্পা। কিন্তু বোরকা পরেও শেষরক্ষা হলো না। ভক্তদের কাছে ঠিকই ধরা পড়লেন। শেষ পর্যন্ত আড়াল ভেঙে ভক্তদের আবদার রাখতে অটোগ্রাফের পাশাপাশি ছবিও তুলতে হলো। তবে একেবারেই বিরক্ত হননি ববিতা-চম্পা। ববিতা বলেন, ‘প্রতিবছরই বাণিজ্য মেলায় আসি। নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে রেখে ঘুরে বেড়াই স্টলে স্টলে। কিন্তু এবার আর হলো না। ভক্তরা চিনে ফেলল।’ চম্পা বলেন, ‘আমাদের সঙ্গে সুচন্দা আপাকেও আনতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ কাজ পড়ে যাওয়ায় আসতে পারলেন না। তিন বোনকে একসঙ্গে পেলে ভক্তরা আরো বেশি আনন্দিত হতো।’ কোনো কেনাকাটা করেছেন কি না জানতে চাইলে ববিতা বলেন, ‘মেলা উৎসবের মতো। সেটা উপভোগ করতেই আসা। বিশেষ কিছু কিনতে চাইনি।’মন্তব্য