kalerkantho


চলে গেলেন ডলোরেস ও’রিওডেন

রংবেরং ডেস্ক   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০চলে গেলেন ডলোরেস ও’রিওডেন

মে থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না। সে সময় তাঁর ব্যান্ড ‘দ্য ক্র্যানবেরিজ’-এর ইউরোপীয় ট্যুরও বাতিল করতে হয়েছিল। কিন্তু সেটার সূত্র ধরে যে একেবারেই চলে যাবেন, এটা বোধ হয় খোদ ডলোরেস ও’রিওডেনও ভাবেননি। আর সেটাই হলো ১৫ জানুয়ারি। লন্ডনে এসেছিলেন গানের রেকর্ডিংয়ের জন্য। সেই সময়ে ঘটনাটি ঘটে যায়। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি তাঁর প্রতিনিধি। শুধু বলা হয়েছে, হঠাৎ করেই মারা গেছেন ৪৬ বছর বয়সী এই গায়িকা।

নব্বইয়ের দশকের বিশ্বসংগীতের এক অবিচ্ছেদ্য অংশ আইরিশ অল্টারনেটিভ রক ব্যান্ড ‘দ্য ক্র্যানবেরিজ’। নয়েল ও মাইক হোগান নামের দুই ভাইয়ের সঙ্গে মিলে ১৯৮৯ সালে এই ব্যান্ডটি গঠন করেন ডলোরেস। তাঁদের হিট গানের মধ্যে আছে ‘লিংগার’, ‘জোম্বি’, ‘এনিম্যাল ইনস্টিংক্ট’, ‘প্রমেসেজ’, ‘স্যালভেশন’ প্রভৃতি। তাঁদের অ্যালবাম সারা বিশ্বে চার কোটিরও বেশি বিক্রি হয়েছে। আর সেই ব্যান্ডকে ছাপিয়ে গিয়েছিলেন দলটির গায়িকা ডলোরেস ও’রিওডেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স।মন্তব্য