kalerkantho


উপস্থাপক হয়েই চলচ্চিত্রে

রংবেরং প্রতিবেদক   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০উপস্থাপক হয়েই চলচ্চিত্রে

বুলবুল জিলানির ‘রৌদ্রছায়া’ ছবিতে অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয়। তবে নায়ক হিসেবে নয়, উপস্থাপক হিসেবে বড় পর্দায় দেখা যাবে তাঁকে। ছবির গল্পটাও তৈরি হয়েছে একটি টক শোকে কেন্দ্র করে। বিভিন্ন চরিত্র টক শোতে হাজির হয়ে জয়কে তাঁদের গল্প বলবেন। ফ্ল্যাশব্যাকে এগিয়ে যাবে ছবি। জয় বলেন, ‘গত রবিবার ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আমার অংশটুকু ছাড়া এর মধ্যে ছবির বাকি শুটিং শেষ। কিছুদিনের মধ্যেই আমি শুটিংয়ে অংশ নেব। আমার সঙ্গে ছবির অন্য চরিত্রগুলো হাজির হবে। তারা বলবে তাদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা।’

‘রৌদ্রছায়া’ ছবিতে জয় ছাড়াও অভিনয় করছেন নিরব, আইরিন, আজাদ আবুল কালাম, সুষমা সরকার প্রমুখ।মন্তব্য