kalerkantho


লোহান আইল্যান্ড

রংবেরং ডেস্ক   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০লোহান আইল্যান্ড

 সংযুক্ত আরব আমিরাতের বড় শহর দুবাইয়ের সমুদ্র উপকূলে একটা ছোট কৃত্রিম দ্বীপ কিনেছেন এই ‘মিন গার্লস’ তারকা। সেটাকে নিজের মতো করে সাজাতে চাইছেন লিন্ডসে লোহান, ‘অনেক ছোটখাটো বিষয় থাকছে এই দ্বীপে। আর এসবের ডিজাইনের কাজগুলো আমি নিজেই করতে যাচ্ছি। আসলে কাজে ব্যস্ত থাকতে ভালোবাসি। এখন টিভি ধারাবাহিক ‘সিক নোট’ শুটিং নিয়ে ব্যস্ত আছি। এর কাজ শেষ হয়ে গেলেই এই দ্বীপ নকশা করায় ব্যস্ত হয়ে পড়ব।’ নিজের নামেই এ দ্বীপের নাম রাখছেন ‘লোহান আইল্যান্ড’।    

 মন্তব্য