kalerkantho


চলচ্চিত্র উৎসব

১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আজকের প্রদর্শনী

 

♦          জাতীয় জাদুঘর মূল মিলনায়তন : সকাল ১০টা ৩০ মিনিটে ‘রিটার্ন অব আ প্রেসিডেন্ট আফটার দ্য কুপ ইন মাদাগাসকার’ [ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স]। দুপুর ১টায় ‘আ লেটার টু দ্য প্রেসিডেন্ট’ [আফগানিস্তান]। বিকেল ৩টা ৩০ মিনিটে ‘ওয়েটিং ফর দ্য সান’ [ডেনমার্ক, চীন]। বিকেল ৫টায় ‘ওনলি ম্যান গো টু দ্য গ্রেভ’ [আরব আমিরাত, ইরান]। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘দ্য হোয়াইট কিং’ [জার্মানি, সুইডেন, হাঙ্গেরি]।

 

♦          জাতীয় জাদুঘর [সুফিয়া কামাল মিলনায়তন] : সকাল ১০টা ৩০ মিনিটে ‘দ্য বেরি লিফ’ [ইরাক], ‘দ্য ভায়োলেট’ [ইরাক], ‘ভেনিস অব দি ইস্ট’ [ইরাক, যুক্তরাজ্য], ‘হেলেন’ [যুক্তরাষ্ট্র], ‘আ মান্থ’ [কসোভো], ‘ক্র্যাক’ [লেবানন]। দুপুর ১টায় ‘ইনটু দ্য ফরেস্ট আই গো’ [ফিনল্যান্ড]। বিকেল ৩টায় ‘ইনসাইড মিরর’ [ইরান], ‘ইলেকট্রিক চেয়ার’ [রাশিয়া], ‘ইফ উইমেন ওয়ান্ট’ [তুরস্ক], ‘দ্য বেস্ট এমপ্লয়ি’ [রাশিয়া], ‘ক্লোজার’ [রাশিয়া], ‘আ বার্ড উইদাউট আ হোমল্যান্ড’ [আলজেরিয়া]। বিকেল ৫টায় ‘ও দ্য লাভ’ [বাংলাদেশ]। সন্ধ্যা ৭টায় ‘দ্য উডস আর কলিং’ [ভারত], ‘ইন সার্চ অব দেবাকি’ [নেপাল], ‘টু বারি লেনিন?’ [রাশিয়া]।

 

♦          পাবলিন লাইব্রেরি মিলনায়তন : সকাল ১০টায় ‘দ্য ভায়োলিনিস্ট’ [ইরান]। দুপুর ১টায় ‘নাবুবুলক’ [ফিলিপাইন]। বিকেল ৩টায় ‘টকিং অব মাইকেলাঞ্জেলো’ [ভারত], ‘অ্যান্ড দে মেড ক্লাসিকস’ [ভারত]। বিকেল ৫টা ৩০ মিনিটে ‘সোনাটা’ [ভারত]। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘কালের পুতুল’ [বাংলাদেশ]।

 

 

♦          আলিয়ঁস ফ্রঁসেজ : সকাল ১০টা ৩০ মিনিটে ‘মোর’ [তুরস্ক]। দুপুর ২টায় ‘অ্যাক্রস দ্য পম্পাস’ [আর্জেন্টিনা]। বিকেল ৪টায় ‘ট্রামোনটেন’ [ফ্রান্স, লেবানন]। সন্ধ্যা ৬টায় ‘লেটেস্ট নিউজ ফ্রম কসমস’ [ফ্রান্স]।

 

♦          রাশিয়ান কালচারাল সেন্টার : সকাল ১০টা ৩০ মিনিটে ‘দ্য এন্ড অব ড্রিমস’ [ইরান], ‘লেডি অব দ্য লেক’ [ভারত]। দুপুর ২টায় ‘ওয়ান্ডারিং’ [থাইল্যান্ড]। বিকেল ৪টা ৩০ মিনিটে ‘স্টিল ইয়েট’ [ইরান], ‘আ লং ডে’ [ইরান]।মন্তব্য