এক ছবি নিয়ে জল কম ঘোলা হয়নি। উত্তপ্ত হয়েছে ভারতীয় রাজনীতিও। অবশেষে মুক্তি পেতে চলেছে পরিচালক সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত ছবি ‘পদ্মাবৎ’। প্রযোজক সংস্থা ভায়াকম এইটিনের তরফে জানানো হয়েছে, ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এর জন্য কম ছাড় দিতে হয়নি পরিচালককে। ছবির নাম তো বদলানো হয়েছেই, কর্তন করা হয়েছে ৩০০ জায়গায়। আগে নাম ছিল ‘পদ্মাবতী’। ৩০ ডিসেম্বর সেন্সর বোর্ড নির্দেশ দিয়েছিল, পাল্টে ফেলতে হবে ছবির নাম। এরপর ‘পদ্মাবতী’র নাম পাল্টে রাখা হয় ‘পদ্মাবৎ’। পাশাপাশি নির্মাতারা যে ঐতিহাসিক ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেননি এবং এই ছবির মাধ্যমে সতীদাহ প্রথা ও জহরব্রতকে গৌরবান্বিত করা হয়নি, সেটাও দর্শকদের জানাতে বলা হয়েছে। সোমবার এই ঘোষণার পর রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া জানিয়েছেন, তাঁর রাজ্য সরকার ‘পদ্মাবৎ’-এর মুক্তিতে অনুমোদন দেবে না। অন্যদিকে ‘শ্রী রাজপুত করণী সেনা’ নামের সংগঠনটি বনসালির এই ছবির মুক্তি আটকে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। শুক্রবার এই কট্টরপন্থী সংগঠনের সভাপতি সুখদেব সিংহ গোগামেদি হুঁশিয়ারি দিয়েছেন, ছবিটি মুক্তি পেলে তার যে ফল হবে, সেটার জন্য দায়ী থাকবে সেন্সর বোর্ড ও বিজেপি সরকার।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...