kalerkantho


ফের কঙ্গনায় আপত্তি নেই করণের

রংবেরং ডেস্ক   

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০গেল বছর কঙ্গনা রানাওয়াতের মুক্তি পাওয়া দুটি সিনেমাই ফ্লপ। অভিনেত্রী অবশ্য বছরজুড়েই আলোচিত ছিলেন স্বজনপ্রীতি বিতর্ক নিয়ে। করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ আমন্ত্রিত হয়ে তাঁর বিরুদ্ধেই স্বজনপ্রীতির অভিযোগ আনেন তিনি। এরপর প্রতিক্রিয়া-পাল্টা প্রতিক্রিয়া মিলিয়ে বিষয়টি নিয়ে বছরজুড়েই সরগরম ছিল বলিউড। করণ-কঙ্গনা দুজনেরই সম্পর্কই শীতল হয়ে পড়ে। ২৬ ডিসেম্বর বিরাট কোহলি-আনুশকা শর্মার বিয়ের সংবর্ধনায় একজন অন্যজনকে এড়িয়ে চলেন। তবে এক সাক্ষাৎকারে ফের কঙ্গনাকে নিজের শোতে আমন্ত্রণ জানানোর আগ্রহের কথা জানিয়েছেন করণ! কিছুদিনের মধ্যেই নতুন টিভি শো ‘ইন্ডিয়া’স নেক্সট সুপারস্টারস’ শুরু হবে। করণ সেখানে থাকবেন বিচারকের ভূমিকায়। এর প্রথম পর্বের অতিথি প্রিয়াঙ্কা চোপড়া। এক সাক্ষাৎকারে পরের যেকোনো পর্বে কঙ্গনাকেও আমন্ত্রণ জানাতে চান করণ, ‘কেন নয়? আমি নিশ্চিত, চ্যানেল কর্তৃপক্ষ [স্টার প্লাস] তাকে আমন্ত্রণ জানাবে। এ নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই, বরং খুশিই হব। খুবই সম্মান আর ভালোবাসার সঙ্গে তাকে গ্রহণ করব।’মন্তব্য