kalerkantho

টিভি হাইলাইটস

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০টিভি হাইলাইটস

ইত্যাদি

ইত্যাদি

আজ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার সংবাদের পর রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। উপস্থাপনায় হানিফ সংকেত। গত সপ্তাহে প্রচারিত পর্বটি পুনঃপ্রচারিত হবে আজ। পর্বটি ধারণ করা হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকতে। সাজানো হয়েছে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, দর্শনীয় স্থান, লবণ চাষ, মহেশখালীর পান, শুঁটকিপল্লীর খবরসহ নিয়মিত নানা   আয়োজন নিয়ে

 

সময়ের গল্প

আরটিভিতে আজ শুরু হচ্ছে অপরাধ ও রহস্য বিষয়ক নতুন ধারাবাহিক ‘সময়ের গল্প’। পরিচালনায় তপু খান। প্রথম পর্বের চিত্রনাট্য লিখেছেন এলিনা শাম্মী। অভিনয়ে ইমন, রোমানা স্বর্ণা, ইভান সাইর, কাজল সুবর্ণ প্রমুখ। দেখা যাবে রাত ৮টায়। এখন থেকে প্রতি সপ্তাহের রবি ও সোমবার দুই দিন একই সময়ে দেখা যাবে ধারাবাহিকটি।

 

স্কুল সোয়াপ

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাব্যবস্থা রয়েছে দক্ষিণ কোরিয়ায়। কী জন্য সেরা সেটা বুঝতে যুক্তরাজ্যের তিন কিশোর হাজির হয়েছে দক্ষিণ কোরিয়ায়। তারা সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস করে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবে। রাত ৮টা ৩০ মিনিটে প্রামাণ্যচিত্রটি দেখা যাবে বিবিসি ওয়ার্ল্ড নিউজে।

 

জোসেফ ম্যাংগেল

নাস যুদ্ধাপরাধীদের মধ্যে জোসেফ ম্যাংগেলের মতো কুখ্যাত খুব কমই ছিল। যমজ শিশুদের ওপর ভয়ংকর সব পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৩৪ বছর পর তিনি ব্রাজিলে একজন মুক্ত মানুষ হিসেবে মারা যান। কিভাবে সেটা সম্ভব হলো জানা যাবে এই প্রামাণ্যচিত্রে। দেখা যাবে দুপুর ১টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।মন্তব্য