kalerkantho


শনিবার বিকেল-এ পরমব্রত

রংবেরং প্রতিবেদক   

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০শনিবার বিকেল-এ পরমব্রত

‘শনিবার বিকেল’-এর দৃশ্যে পরমব্রত চট্টোপাধ্যায়

গত বছরই জানা গিয়েছিল, মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘শনিবার বিকেল’-এ অভিনয় করবেন অস্কার মনোনীত ‘ওমর’ ছবির অভিনেতা ইয়াদ হুরানি এবং বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা। কিছুদিন পর জানা যায়, তাঁদের সঙ্গে যোগ হয়েছেন জাহিদ হাসান। ছবিটিতে অভিনয়ের জন্য গাল ভর্তি দাড়িও রেখেছেন জাহিদ। এবার নাম লেখালেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। এ জন্য নিজের গেটআপেও পরিবর্তন এনেছেন পরম। ৩০ ডিসেম্বর থেকে মহড়ায় অংশ নেওয়ার পর গতকাল রাজধানীর কোক স্টুডিওতে ছবিটির শুটিং শুরু করেন পরম। ফারুকী বলেন, ‘পলাশ চরিত্রটির জন্য আমার কাছে পরমব্রতকে সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।’

পরমব্রত বলেন, ‘দুটি কারণে ছবিটির প্রতি এত আগ্রহ তৈরি হয়েছে। প্রথমত, এমন একটি প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হচ্ছে, যা বর্তমান পৃথিবীর জন্য অত্যন্ত জরুরি। সেটা কী তা এখন বলতে বারণ। দ্বিতীয়ত, ফারুকী ভাই অত্যন্ত গুণী পরিচালক। তাঁর কয়েকটি ছবি দেখেছি। সবই ভালো লেগেছে। তাঁর সঙ্গে কাজ করার একটা লোভ ছিল।’ জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির সহপ্রযোজক ছবিয়াল ও জার্মানির টেনডেম প্রডাকশনস।মন্তব্য