kalerkantho

বিয়ে সারা?

রংবেরং ডেস্ক   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০বিয়ে সারা?

বিরাট কোহলি-আনুশকা শর্মার বিয়ের পর গুজবকে আর ঠিক ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গেল মাসে ইতালিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার সপ্তাহখানেক আগেই খবরটা দিয়েছিল গণমাধ্যম। তখন আনুশকার মুখপাত্র বিয়ের সংবাদটিকে ‘গুজব’ বলেছিলেন। তাই দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের বাগদানের গুজবকে আর গুজব মানা যাচ্ছে না। পরিবার আর বন্ধুবান্ধব নিয়ে মালদ্বীপে নতুন বছর বরণ করেছেন দীপিকা-রণবীর। সেখান থেকে গেলেন শ্রীলংকা। গতকাল ছিল দীপিকার জন্মদিন। জোর গুজব, শুভদিনেই বাগদানের কাজটা সেরে ফেলেছেন তাঁরা। গুজবের ভিত্তি তাঁদের সঙ্গে ছুটি কাটিয়ে মালদ্বীপফেরত বন্ধুরা। ৫ জানুয়ারি দীপিকা-রণবীরের বিয়ে হওয়ার কথা জানিয়েছেন তাঁরা। যদিও একটি সংবাদ সংস্থাকে বাগদানের খবরকে স্রেফ গুজব বলেছেন রণবীর। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, বিয়ের পরিকল্পনা কয়েক মাস আগেই নিয়েছিলেন ‘রামলীলা’ জুটি, যার অংশ হিসেবে বড়দিনে ইউরোপ সফর করেন দীপিকা। সফরটা আসলে ছিল বিয়ের কেনাকাটার।মন্তব্য