kalerkantho


অন্তরালের ভক্ত

রংবেরং প্রতিবেদক   

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০অন্তরালের ভক্ত

সংগীত ক্যারিয়ারের ৩০ বছর পার করেছেন ফাহমিদা নবী। এই সময়টায় প্রতিটি জন্মদিনে তাঁকে নিয়ে গান লিখে যাচ্ছেন এক ভক্ত। গতকাল ছিল ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ খ্যাত এই গায়িকার জন্মদিন। এদিনই বিষয়টি জানতে পারেন তিনি। ফাহমিদা বলেন, ‘আজ (গতকাল) আমার মোবাইলে বালুকণা (ছদ্মনাম) নামের একজন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসএমএস করেন। এসএমএসে তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকে আমাকে ফলো করছেন। আমার গান শুনছেন। ভালোবাসা ও ভালো লাগার অংশ হিসেবে প্রতি জন্মদিনে আমাকে নিয়ে গান লিখছেন। তবে এত দিন আড়ালেই ছিলেন। এখন আমার অনুমতি নিয়ে সামনে আসতে চান। মজার বিষয় হলো, তিনি পুরুষ নাকি নারী তা-ও জানি না! সামনে এলে তখন বুঝতে পারব। এত বছর ধরে লেখা গানগুলো সামনে বই আকারে প্রকাশ করার ইচ্ছা তাঁর।’

ফাহমিদা নবী বলেন, ‘সংগীতজীবনে অনেক পুরস্কার, অনেক ভালোবাসা পেয়েছি। তবে এ বিষয়টি একেবারেই ব্যতিক্রম। জানার পর থেকে অন্য রকম অনুভূতির মধ্যে আছি। অচিরেই সেই ভক্তের সঙ্গে দেখা হবে।’মন্তব্য