kalerkantho

দাড়িরহস্য

রংবেরং ডেস্ক   

৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০দাড়িরহস্য

ক্লিন শেভড রণবীর সিংকে শেষ কবে দেখা গেছে মনে করা মুশকিল। ইদানীং তাঁর দাড়ি-গোঁফ যেন একটু বেশিই লাগামছাড়া। নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতির জন্য এমনটা করছেন কি না এত দিন তাঁর কাছে কেউ জানতে চায়নি। তবে শিশুদের কথা আলাদা, যা মনে আসে বলে ফেলে। দিন কয়েক আগেই একটি কিডস চয়েস অ্যাওয়ার্ডসে শিশুদের সঙ্গে পারফরম করেন ‘বাজিরাও মাস্তানি’ তারকা। পারফরম্যান্সের পর অভিনেতা যখন একটু জিরিয়ে নিচ্ছিলেন, তখনই এক শিশু করে বসে প্রশ্নটা—‘আচ্ছা, তোমার দাড়ি এত বড় কেন?’ রসিক রণবীরের ঝটপট উত্তর, ‘আমি প্রতিদিন আমার দাড়ির সঙ্গে কথা বলি, সে জন্য এগুলো দ্রুত বড় হয়। যেমনটা সবাই বলে চারাগাছের সঙ্গে, যাতে তার দ্রুত বাড়ে!’ প্রিয় তারকার এমন উত্তরে তো সবাই হেসেই খুন।মন্তব্য