kalerkantho

বামন খান

রংবেরং ডেস্ক   

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০
বামন খান

ছবির নাম ‘জিরো’। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে তাঁকে দেখে চমকে গেছে ভক্তরা। আর চমকাবেই না কেন! নতুন লুকে হাজির হয়েছেন বাদশাহ খান। এটা নিয়ে বলিউড জগতে তিন-চার মাস ধরেই চলছিল গুঞ্জন। এই ছবিতে নাকি শাহরুখ খান একজন বামন। শেষ পর্যন্ত তা-ই সত্য হলো। নতুন বছরের প্রথম দিনেই প্রকাশ করলেন ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া সেই ছবির ফার্স্ট লুক। এই ছবিতে তাঁর নায়িকা হিসেবে দেখা যাবে বলিউডের দুই তারকা—ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে। পাশাপাশি আরেকটি সুখবর দিলেন তিনি। মাইক্রোবগ্লিং সাইট টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা তিন কোটি ২০ লাখে উত্তীর্ণ হয়েছে।মন্তব্য