kalerkantho


জয়ার অফিশিয়াল ফেসবুক পেজ

রংবেরং প্রতিবেদক   

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০জয়ার অফিশিয়াল

ফেসবুক পেজ

এত দিন ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও এবারই প্রথম অফিশিয়াল পেজ নিয়ে হাজির হলেন  অভিনেত্রী জয়া আহসান। এখন থেকে নিজের শুটিং, ঘুরে বেড়ানোর খবরের পাশাপাশি কাজের নানা খবর এই পেজে শেয়ার করবেন। এ জন্য প্রস্তুতি নিয়েছিলেন দুই দিন আগেই। আর ঘোষণা দিলেন বছর শুরুর প্রথম দিনে একটি ভিডিও বার্তা দিয়ে। ভিডিওর ক্যাপশনে ‘বিসর্জন’ অভিনেত্রী লিখেছেন, ‘প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর থেকে আপনাদের সঙ্গে সরাসরি কানেক্টেড থাকার জন্য হাজির হলাম আমার অফিশিয়াল ফেসবুক পেজ নিয়ে। এটি একটি ছোট কিন্তু আন্তরিক প্রচেষ্টা আপনার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য।’ ফেসবুকে অফিশিয়াল পেজ নিয়ে জয়া বলেন, ‘এত দিন দর্শকরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমার কাজের খবর পেতেন। এখন থেকে আমার কাজের প্রথম আপডেট পাওয়া যাবে এই পেজে। শুটিং, লাইভ ভিডিও, ছবিসহ পারিবারিক মজার বিষয়গুলোও এই পেজে শেয়ার করব ভক্তদের সঙ্গে।’মন্তব্য