আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর উষ্ণতা-২০১৮’। উত্তরবঙ্গের গরিব-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে অনুদান সংগ্রহের লক্ষ্যে কনসার্টটি আয়োজন করেছে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল ও অমৃতসূর্য। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই কনসার্টে গান পরিবেশন করবে আর্ক অ্যান্ড হাসান, অ্যাশেজ, শহরতলী, দৃক, গান পোকা, গান কবি, হেমেরন, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, কুঁড়েঘর ও দিনান্তর। বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি এস এম আশেক উল্লাহ সোপান বলেন, ‘এ বছর চতুর্থবারের মতো এই আয়োজন করতে যাচ্ছি। অসহায় গরিব মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করি আমরা। তারই অংশ হিসেবে এবারের আয়োজন।’ কনসার্টের টিকিটের মূল্য ১০০ টাকা। পাওয়া যাবে টিএসসিসহ মিরপুর [০১৬২৭১৮৮৯৯৯], বনানী [০১৭৪৩৩২৭০০৬] ও মালিবাগে [০১৬৮০৮০২৬৫৮]।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের