kalerkantho

শিশুসঙ্গে জয়া

রংবেরং প্রতিবেদক   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০শিশুসঙ্গে জয়া

একটি প্রি-স্কুল ও থিম পার্কের সঙ্গে যুক্ত হলেন জয়া আহসান। ২৯ ডিসেম্বর ‘কিডস ক্যাম্পাস’ নামের সিলেটের একটি স্কুলে হাজির হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী। মেতে ওঠেন শিশুদের সঙ্গে দুষ্টুমিতে। সেই মুহূর্তের বেশ কিছু ছবি এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জয়া বলেন, ‘অভিনয়ে আসার আগে আমি একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করতাম। মা রেহানা মাসউদও ঢাকায় একটি প্রথম সারির স্কুলের শিক্ষক। সেই টান থেকেই সিলেটের কাজীটুলার এই স্কুলটিতে গিয়েছিলাম। দারুণ একটা সময় কাটল। শিশুদের সঙ্গে অনেক মজা করেছি। ভবিষ্যতেও এমন কাজের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা আছে।’মন্তব্য