kalerkantho


ইতিবাচক প্রভাব

রংবেরং ডেস্ক   

১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ইতিবাচক প্রভাব

ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লেগেছে। একসঙ্গে তাঁদের গির্জায় যেতে কিংবা সাইকেলে করে ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে। এসব দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের বিয়ের ঘণ্টাটা কি এবার বাজবে? ছেলের বউ হিসেবে সেলেনাকে কি পছন্দ করেন বিবারের মা-বাবা? বিবারের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এমন বেশ কয়েকটি সূত্র ধরে জানা গেছে, কনে হিসেবে সেলেনাকে দারুণ পছন্দ বিবাবের মা-বাবার। তাঁদের দিক থেকে কোনো সমস্যা নেই। তাঁরা এককথায় ‘কাম অ্যান্ড গেট ইট’ গায়িকার বিশাল ভক্ত। তাঁদের ভাষায়, সেলেনা খুবই মিষ্টি আর ভালো মেয়ে। সেলেনার সঙ্গে সম্পর্কটা আবার  যেভাবে জোড়া লেগেছে, তাতে বেশ আশাবাদী তাঁরা। ছেলের জীবনে সেলেনাকে এক ‘ইতিবাচক প্রভাব’ হিসেবেই দেখছেন। এই গায়িকা ফিরে আসার পর থেকে নাকি বিবার নিজের কাজকর্মে আরো বেশি অনুপ্রাণিত বোধ করেছেন। সেলেনাকে ছেলের বউ হিসেবে পেলেই তাঁরা খুশি।মন্তব্য