kalerkantho


মেয়ের কণ্ঠে বাবার গান

রংবেরং প্রতিবেদক   

১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০মেয়ের কণ্ঠে বাবার গান

দুই বোন—ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী

প্রয়াত সুরকার-সংগীতশিল্পী মাহমুদুন্নবীর গান নিয়ে অ্যালবাম করছেন তাঁর দুই মেয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। এবারই প্রথম বাবার গান নিয়ে অ্যালবাম করছেন তাঁরা। এতে চারটি করে একক এবং দুটি দ্বৈত গান থাকবে দুই বোনের কণ্ঠে। ফাহমিদা একক কণ্ঠে গাইবেন ‘ভালোবেসে কেন দূরে থাকো’, ‘তোমার দুহাত দিয়ে অন্ধ করে দাও’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছ’ এবং ‘বড় একা একা লাগে’। সামিনার কণ্ঠে থাকবে ‘তুমি যে আমার কবিতা’, ‘ওগো মোর মধুমিতা’, ‘আমি আগুনকে ভয় পাই না’ এবং ‘অনেক সেধেছি সুর’। দ্বৈত গান দুটি দেশাত্মবোধক—‘দিয়েছি মায়ের স্নেহ’ এবং ‘সুরের ভুবনে’। সামিনা চৌধুরী জানান, নতুন করে গানগুলোর সংগীতায়োজন করছেন কলকাতার আশু চক্রবর্তী। রেকর্ডিংয়ে অংশ নিতে ১৬ ডিসেম্বর কলকাতা যাবেন তাঁরা।

সামিনা বলেন, ‘এই উদ্যোগটি নেওয়ার জন্য বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে চাই। ভালো লাগছে দুই বোন মিলে বাবার গানগুলো গাইব। নতুন বছরের শুরুতেই অ্যালবামটি শ্রোতারা শুনতে পাবেন।’ ফাহমিদা নবী বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটি কাজ করার। অবশেষে হচ্ছে। এর মাধ্যমে আমরা বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাব। ভক্ত-শ্রোতারাও নিশ্চয়ই কাজটি উপভোগ করবেন।’মন্তব্য