kalerkantho


হাসিনের ছেলের নাম দিলেন মেহজাবীন

রংবেরং প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০হাসিনের ছেলের নাম দিলেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও মডেল হাসিন রওশন জাহান ভালো বন্ধু। মেষ রাশির দুই কন্যার জন্মও একই মাসে, হাসিনের এপ্রিলের ৭ মেহজাবীনের ১৯। মিডিয়া থেকে আড়ালে চলে গেলেও মেহজাবীনের সঙ্গে বন্ধুত্ব ঠিকই টিকিয়ে রেখেছেন হাসিন। সময় পেলেই দুজন দেখা করেন, আড্ডা দেন, ঘুরতে বের হন। ৩ ডিসেম্বর সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন হাসিন। বন্ধুর প্রথম সন্তান, মেহজাবীন তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারেন না! খোঁজখবর নেওয়ার পাশাপাশি দায়িত্ব নিয়ে নিলেন হাসিনের ছেলের নাম দেওয়ার। ‘উযায়ের মাঈন’ নামটি দারুণ পছন্দ হয় হাসিন ও তাঁর স্বামী মারুফুল ইসলাম ঝলকের। ব্যস, বন্ধুর দেওয়া নামটিই ছেলের জন্য চূড়ান্ত করেন হাসিন।

‘ভিট তারকা’ খ্যাত এ মডেল অভিনেত্রী বলেন, ‘প্রথম সন্তানের মা হয়েছি। মনে হচ্ছে জীবনে পরিপূর্ণতা এসেছে। আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ-সবল রাখেন।’মন্তব্য