kalerkantho

টিভি হাইলাইটস

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০টিভি হাইলাইটস

ক্রিকেট তক্ক

নবান্ন উৎসব ও ফ্যাশন রানওয়ে

পহেলা অগ্রহায়ণ থেকে শুরু হয় নবান্ন উৎসবের আমেজ। এ উপলক্ষে আরটিভিতে রয়েছে নবান্নের উৎসব। সকাল ৮টায় সরাসরি প্রচারিত হবে নবান্নের প্রভাতি। গান গাইবেন চন্দনা মজুমদার, অণিমা রায়, লুইপা ও সাব্বির। সন্ধ্যা ৬টায় সরাসরি প্রচারিত হবে আরটিভি-লুকঅ্যাটমি ফ্যাশন রানওয়ে ও বেস্ট লুক ২০১৭।

 

ক্রিকেট তক্ক

বাংলাদেশ প্রিমিয়ার লীগের [বিপিএল] খেলা নিয়ে জিটিভির অনুষ্ঠান ‘ক্রিকেট তক্ক’। দুই দলের দুজন তারকা সমর্থক অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের সঙ্গে থাকেন সাজু খাদেম ও সাঈদ বাবু। তাঁরা তক্ক করেন নিজ নিজ দলের পক্ষে। দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় খেলা শুরুর আগে প্রচারিত হয় অনুষ্ঠানটি।

 

গক’জ ফিল ইওর হাউস ফর ফ্রি

গক জিনিসপত্র সাজাতে ওস্তাদ। বাড়ি বাড়ি ঘুরে সে ঘরের চেহারা পাল্টে দেয়। একটা পয়সা খরচ না করেও নতুন চেহারা পায় বেডরুম থেকে ড্রয়িংরুম! অনুষ্ঠানটি দেখা যাবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, ফক্স লাইফে।

 

সাইপ্রাস : আইল্যান্ড অব ফরবিডেন লাভ

একসময় সাইপ্রাস শুধু ছুটি কাটানোর গন্তব্যই ছিল, কিন্তু দেশটি এখন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্যও প্রিয় স্থান হয়ে উঠছে। বিশেষত প্রতিবেশী লেবাননের প্রেমিক-প্রেমিকারা ধর্মীয় কারণে নিজ দেশে বিয়ে করতে না পেরে বেছে নিচ্ছে আফ্রোদিতির জন্মস্থানকে।মন্তব্য