kalerkantho

১৭ বছর পর

রংবেরং ডেস্ক   

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০১৭ বছর পর

নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি তাঁরা। এই জুটির কাছ থেকে দর্শকরা পেয়েছে ‘বেটা’, ‘রাম লক্ষ্মণ’, ‘পুকার’, ‘তেজাব’-এর মতো হিট ছবি। ২০০১ সালের ‘লজ্জা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরকে। এরপর ১৬ বছরের বিরতি। সেটা আরো দীর্ঘ হওয়ার আগেই পরিচালক ইন্দ্র কুমার জানালেন, তাঁর পরিচালিত ‘টোটাল ধামাল’ ছবিতে আবার দেখা যাবে এই জুটিকে। ‘ধামাল’ পরিচালক বললেন, “মুম্বাইয়ে এই ছবির শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে। ছবিটি কমেডি হওয়ায় এতে ‘ধাক ধাক’ ধরনের কোনো গানে পাওয়া যাবে না এই দুজনকে। তবে তাঁদের রসায়নের খবর তো সবাই জানে। আশা করি দর্শকরা স্মরণীয় কিছু পেতে যাচ্ছে।” আশা করা হচ্ছে, ২০১৮ সালের দীপাবলিতে মুক্তি দেওয়া হবে ছবিটি। মন্তব্য