kalerkantho


ফেসবুক বিড়ম্বনায়

রংবেরং প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ফেসবুক বিড়ম্বনায়

প্রফাইল পিকচার এক, ফেসবুক আইডির কাভার ফটোও তা-ই। এমনকি ওয়ালে দেওয়া তথ্য দেখেও বোঝার উপায় নেই তিনি আসল চঞ্চল চৌধুরী নন। অভিনেতা চঞ্চল চৌধুরীর নামে নকল আইডি খুলে তাঁরই বন্ধুবান্ধবের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। চঞ্চলের অনেক বন্ধু ফেক আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করেছেন। এটা নিয়ে বেশ বিপাকে পড়েছেন চঞ্চল চৌধুরী। সোমবার দুপুরে ফেক আইডির স্ক্রিনশট নিজের ওয়ালে শেয়ার দিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ‘আয়নাবাজি তারকা’। বলেন, ‘নিজের কাজের খবর সবাইকে জানাতে ফেসবুকে আইডি খুলেছি। এর পর থেকেই ফেক আইডির বিড়ম্বনায় ভুগছি। এক বছর ধরে আইডি ভেরিফিকেশনের চেষ্টা করছি। নানা জটিলতায় সেটা আর সম্ভব হচ্ছে না। এভাবে অনেকের সঙ্গে আমার নামে প্রতারণা করা হচ্ছে। অন্যের আইডি নকল করা অসুস্থ মানসিকতা ছাড়া আর কী হতে পারে।’ সম্প্রতি শুরু হয়েছে চঞ্চল অভিনীত তিনটি নতুন ধারাবাহিক—একুশে টেলিভিশনে হিমু আকরামের ‘বিদেশিপাড়া’, আরটিভিতে সঞ্জিত সরকারের ‘মজনু একজন পাগল নহে’ এবং এনটিভিতে মাসুদ সেজানের ‘ডুগডুগি’। শিগগিরই প্রচারে আসবে সাগর জাহানের ‘ডি টোয়েন্টি’, চন্দন চৌধুরীর ‘ডাক্তারপাড়া’ এবং সকাল আহমেদের ‘ভদ্রপাড়া’।মন্তব্য