kalerkantho


ফের বন্ড গার্ল?

রংবেরং ডেস্ক   

১১ নভেম্বর, ২০১৭ ০০:০০ফের বন্ড গার্ল?

মনিকা বেলুচি

‘স্পেক্টর’-এ বন্ডের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল মনিকা বেলুচিকে। যদিও খুবই স্বল্প সময়ের পর্দা উপস্থিতি তবু প্রশংসা কুড়িয়েছিলেন বেশ। বন্ডের নতুন ছবিতেও ফের দেখা যেতে পারে তাঁকে। নাম ঠিক না হওয়া বন্ডের ২৫তম ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে প্রস্তাব গেছে ইতালিয়ান অভিনেত্রীর কাছে। কয়েক দিন ধরে এমন গুজব ছড়ালেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বুধবার ‘ভ্যারাইটি’ ম্যাগাজিনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রীর এজেন্টের সঙ্গে, কিন্তু তিনিও নিশ্চিত করতে পারেননি। বৃহস্পতিবার রোমে একটি পুরস্কার নিতে হাজির হয়েছিলেন খোদ মনিকাই। সেখানেই সাংবাদিকরা তাঁর কাছে বন্ড গার্ল হওয়ার গুজব সম্পর্কে জানতে চান। উত্তরে অভিনেত্রী রহস্যময় হাসি দিয়ে বলেন, ‘এ বিষয়ে কিছু বলতে পারব না।’ সরাসরি অস্বীকার না করায় সংবাদমাধ্যমগুলো মনে করছে, এটা সম্মতিরই লক্ষণ। এর আগে ‘স্পেক্টর’-এর প্রচারের সময় মজা করে মনিকা বলেছিলেন, তাঁর বন্ড গার্ল হওয়ার বয়স পেরিয়ে গেছে। তিনি বন্ডের নায়িকা হলে বরং ‘বন্ড-লেডি’ বলাই ভালো।মন্তব্য