kalerkantho


নতুন সংগঠনে মৌসুমী

রংবেরং প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০নতুন সংগঠনে মৌসুমী

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শিল্পী-কলাকুশলীদের নিয়ে আরো একটি সংগঠনের জন্ম হচ্ছে। এই সংগঠনে যোগ দিচ্ছেন মৌসুমী, ওমর সানী, শাকিব খানসহ আরো অনেক শিল্পী-কুশলী। এ বছর মার্চ মাসে শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাচনী পরিষদের সদস্য পদে জয় লাভ করেন ‘খায়রুন সুন্দরী’ অভিনেত্রী। কিন্তু শপথ গ্রহণ থেকে বিরত থাকেন। এর কয়েক দিন পর পদটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। অব্যাহতি চেয়ে চিঠি পাঠান শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগরের কাছে। এরপর মৌসুমীর নতুন সংগঠনের বিষয়টি আলোচনায় আসে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘নতুন একটি সংগঠন হতে যাচ্ছে। শিল্পী, কলাকুশলী, বুকিং এজেন্ট ও হলমালিকরা সংগঠনটির সদস্য হতে পারবেন। শুধু তাই নয়—নাটকের অভিনেতা, অভিনেত্রীসহ মিডিয়ার সবাইকে নিয়েই সংগঠনটি করা হবে। ইতিমধ্যে অনেকেই নতুন সংগঠনটিতে সদস্য হতে আগ্রহ দেখিয়েছেন। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে।’মন্তব্য