kalerkantho

এখনো জুলিয়া

রংবেরং ডেস্ক   

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০এখনো জুলিয়া

বয়স ৪৯। তাতে কি! এখনো সেরা সুন্দরীর তালিকায় অনায়াসেই এসে যায় তাঁর নাম। তা তিনি জুলিয়া রবার্টস বলেই হয়তো। আবারও পিপলস ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ওম্যান’ হয়েছেন এই অভিনেত্রী। এমন সম্মানের প্রতিক্রিয়ায় ‘অভিভূত’ হয়েছেন বলে জানান তিনি। ২৬ বছর আগে ১৯৯১ সালে প্রথম এই সম্মান পেয়েছিলেন ‘প্রিটি ওম্যান’ তারকা। এরপর ২০০০, ২০০৫ ও ২০১০ সালেও ‘সেরা সুন্দরী’ হন। এবার হলেন পঞ্চমবারের মতো। এতবার এই সম্মান পাওয়ার কীর্তি নেই আর কোনো অভিনেত্রীরই। পুরুষদের মধ্যে শুধু জর্জ ক্লুনি ‘সেক্সিয়েস্ট মেন অ্যালাইভ’ হয়েছেন দুইবার। এ নিয়ে মজা করে জুলিয়া বলেছেন, ‘আচ্ছা, ওর চেয়ে তাহলে আমি অনেক এগিয়ে। এ বছর বড়দিনের শুভেচ্ছা কার্ডে এটা অবশ্যই উল্লেখ করব।’


মন্তব্য