kalerkantho

গায়ক শচীন

রংবেরং ডেস্ক   

১ এপ্রিল, ২০১৭ ০০:০০গায়ক শচীন

খেলার বাইরে বিজ্ঞাপনসহ নানা ভূমিকায় দেখা গেছে তাঁকে, তবে শচীন টেন্ডুলকারকে গাইতে শোনা যায়নি কখনোই। এবারই প্রথম গাইলেন তিনি। তবে সেটা ক্রিকেটকে কেন্দ্র করেই। ক্রিকেট নিয়ে ‘১০০এমবি ক্রিকেট’ নামের অ্যাপ চালু হয়েছে বৃহস্পতিবার। অ্যাপটিতে ক্রিকেট নিয়ে নানা তথ্যের সঙ্গে থাকবে শচীনের গানও! ‘লিটল মাস্টার’-এর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সোনু নিগমও। অ্যাপের উদ্বোধনীতে গানের প্রসঙ্গ আসতেই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন শচীন, ‘গান আমার অনেক পছন্দের। নানা ধরনের গান শোনা হয়। তবে নিজে গাইব  ভাবিনি।’

শচীনের গানটি শুনতে গুগল প্লে অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘১০০এমবি ক্রিকেট’ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।মন্তব্য