kalerkantho


শামীমা তুষ্টির অনুরোধ

রংবেরং প্রতিবেদক   

২১ মার্চ, ২০১৭ ০০:০০অভিনয়শিল্পী সংঘের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি খোলা চিঠি দিয়েছেন শামীমা তুষ্টি। ‘অনুরোধ’ শিরোনামের চিঠিতে নির্বাচিত এই আইন ও কল্যাণ সম্পাদক লিখেছেন, ‘অভিনেতা, অভিনেত্রী, অভিনয়শিল্পী আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, দয়া করে এমন কোনো প্রকার ছবি, যেকোনো অভিযোগ, সমস্যা বা অন্যকে হেয় করা হয় এমন কোনো কিছুই পাবলিক পেজ অথবা ফেসবুকে লিখবেন না। এতে নিজেদেরই ছোট করা হয়, এতটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই সবার আছে। আমাদের অভিনয়শিল্পী, কলাকুশলী পরিবারের সমস্যা পুরো পৃথিবীকে জানিয়ে নিজের সম্মান নিজেই হারানোর কোনো মানে হয় না। নিজেদের সম্মান নষ্ট করার কোনো অধিকারই আমাদের নেই। শিল্পীরা অনেক সম্মানের, অনেক শ্রদ্ধার, আমাদের মানুষ অনুসরণ করে, অনুকরণ করে। আমরা এমন কোনো আচরণ করা থেকে বিরত থাকব। অভিনয় করতে গিয়ে আপনাদের যেকোনো সমস্যা আমাকে জানান, আমি আপনাদেরই নির্বাচিত আইন ও কল্যাণ সম্পাদক, আমাকে ফোন করুন, ইনবক্স করুন।’ অভিনয়শিল্পীদের অনেকেই লাইক, কমেন্টের মাধ্যমে তুষ্টির এ অনুরোধের প্রতি সমর্থন দেন।মন্তব্য