kalerkantho


মায়ের কোলে খুদে নবাব

রংবেরং ডেস্ক   

২১ মার্চ, ২০১৭ ০০:০০মায়ের কোলে খুদে নবাব

জন্মের পর থেকে তার নাম নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। শুধু তা-ই নয়, একাধিকবার ভাইরালও হয়েছে তার ছবি। কখনো তা ভুয়া, কখনো বা আসল। তবে এবার আনুষ্ঠানিকভাবেই সামনে এলো  সে। এই প্রথম মা কারিনা কাপুরের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করল তৈমুর আলী খান পতৌদি। খোদ সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করলেন খোদ ‘উড়তা পাঞ্জাব’ তারকা। ছবিতে নীল ক্যাজুয়াল টি-শার্ট আর জিন্স পরিহিত কারিনার কোলে ছাইরঙা বেবিস্যুট পরা প্রাণখোলা হাসিতে তৈমুর। আর ছেলের মাথায় চুমু দিচ্ছেন কারিনা।

পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ছবিটি।


মন্তব্য