kalerkantho

মাত্র ১০ দিনেই

রংবেরং ডেস্ক   

২১ মার্চ, ২০১৭ ০০:০০মাত্র ১০ দিনেই

ছবির প্রয়োজনে মুখ তো চালিয়েছেনই, চালিয়েছেন বন্দুকও। প্রথমটার জন্য অবশ্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন না হলেও শিখতে হয়েছে বন্দুক চালানো। আর এসব করতে হয়েছে আগামী মাসে মুক্তি পেতে যাওয়া ‘বেগমজান’-এ মুখ্য চরিত্রে অভিনয় করা বিদ্যা বালানকে। ছবির পরিচালক সৃজিত মুখার্জিই জানালেন সেসব তথ্য। ছবির শুটিং স্পট ঝাড়খণ্ডের এক বাড়িতে খোলা হয়েছিল সেই প্রশিক্ষণ কেন্দ্র। তাতেই বিদ্যাসহ ছবির অন্যান্য অভিনেত্রীকে শিখতে হয়েছিল পুরনো থ্রি নট থ্রি বন্দুকে গুলি ভরা থেকে শুরু করে গুলি ছোড়া পর্যন্ত। শুধু তা-ই নয় চলন্ত ঘোড়া থেকে সেই বন্দুক চালাতেও হয়েছিল বিদ্যাকে। মাত্র ১০ দিনের প্রশিক্ষণে এসব নাকি দ্রুতই আত্মস্থ করতে পেরেছিলেন ‘লাগে রাহো মুন্না ভাই’ তারকা।


মন্তব্য