kalerkantho


কলকাতার ‘এপার ওপার’-এ অভিনয় করবেন সোহানা সাবা

২০ মার্চ, ২০১৭ ০০:০০কলকাতার ‘এপার ওপার’-এ অভিনয় করবেন সোহানা সাবা

কলকাতার ‘এপার ওপার’-এ অভিনয় করবেন সোহানা সাবা, সেটা আগে থেকেই জানা। নতুন খবর হলো ছবিটির শুটিং হয়েছে। ছবির অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায় ও পরিচালক হরনাথ চক্রবর্তীর সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে সাবা নিজেই সেটা জানান দেন। বলেন, ‘সত্যিকারের ছিটমহলে শুটিং করছি। এখানে এত মানুষ! রীতিমতো মেলা বসছে প্রতিদিন। এখানকার মানুষ অদ্ভুত রকমের ভালো।’ চলতি বছরই ভারত ও বাংলাদেশে ছবিটি মুক্তি পাওয়ার কথা।মন্তব্য