kalerkantho


অপর্ণার ছবিতে শাবানার কণ্ঠে রবীন্দ্রসংগীত

রংবেরং ডেস্ক   

১৯ মার্চ, ২০১৭ ০০:০০অপর্ণার ছবিতে শাবানার কণ্ঠে রবীন্দ্রসংগীত

‘পারমিতার একদিন’, ‘জাপানিজ ওয়াইফ’ খ্যাত পরিচালক অপর্ণা সেনের নতুন ছবি ‘সোনাটা’। ইংরেজি ভাষার এই ছবিতে অভিনয়ের পাশাপাশি দুটি রবীন্দ্রসংগীত গেয়েছেন শাবানা আজমি। ভারতীয় গণমাধ্যমে এ তথ্য দিয়েছেন পরিচালক। তবে গান দুটির শিরোনাম বলেননি। অপর্ণা নিজেও অভিনয় করেছেন ছবিতে। মারাঠি কথাসাহিত্যিক মহেশ এলকুঞ্চওয়ারের মঞ্চনাটক ‘সোনাটা’ অবলম্বনে ছবিটি। অবিবাহিত তিন মধ্যবয়স্ক নারীর গল্প। অপর্ণা অধ্যাপক, ব্যাংকার শাবানা ও সাংবাদিক চরিত্রে লিলেট দুবে।মন্তব্য