kalerkantho


ছবি ফাঁসে বিব্রত

রংবেরং ডেস্ক   

১৮ মার্চ, ২০১৭ ০০:০০ছবি ফাঁসে বিব্রত

এমা ওয়াটসন

কিছুদিন আগেই একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছিলেন। এমা ওয়াটসনের উন্মুক্ত বক্ষের সেই ছবি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। আবার বিপত্তি ছবি নিয়ে। তবে সেই ফটোশুট নয়, এবার ঝামেলা অন্য ছবি নিয়ে। অভিনেত্রীর পোশাক পরিবর্তনের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ফাঁস হয়েছে। বিষয়টি নিশ্চিত করে তাঁর প্রতিনিধির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক বছর আগে এক স্টাইলিস্টের সঙ্গে এমার পোশাক পরিবর্তনের ছবি হ্যাক হয়। তবে ছবিগুলো নগ্ন নয়। এখন এর চেয়ে বেশি বলা সম্ভব নয়।’ ছবি ফাঁসের ঘটনায় এরই মধ্যে অভিনেত্রীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

একই ঘটনা ঘটেছে আরেক অভিনেত্রী আমান্ডা সেফ্রিডের সঙ্গেও। প্রায় একই সময়ে তাঁরও বেশ কিছু ব্যক্তিগত ছবি ফাঁস হয়েছে, যেগুলোর মধ্যে আছে নগ্ন আলোকচিত্র ও অভিনেত্রীর সাবেক প্রেমিক জাস্টিন লংয়ের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের ছবিও। এ বিষয়ে ‘মিন গার্লস’ অভিনেত্রীর বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনিও মামলা করবেন, জানিয়েছেন তাঁর প্রতিনিধি। হলিউড অভিনেত্রীর নগ্ন ছবি ফাঁসের ঘটনা নতুন নয়। গেল মাসেই আরেক অভিনেত্রী জেনিফার লরেন্সের ছবি চুরির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দেন আদালত।মন্তব্য