kalerkantho


ছবি প্রযোজনায় অঞ্জু ঘোষ

রংবেরং প্রতিবেদক   

১৫ মার্চ, ২০১৭ ০০:০০ছবি প্রযোজনায় অঞ্জু ঘোষ

কলকাতার বাসায় সাঈদুর রহমান সাঈদের সঙ্গে অঞ্জু ঘোষ

দীর্ঘদিনের আড়াল ভেঙে অবশেষে ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। গত সপ্তাহে প্রবীণ পরিচালক সাঈদুর রহমান সাঈদকে কলকাতায় নিজের বাড়ি দাওয়াত করেছিলেন। প্রিয় এই পরিচালককে রান্না করে খাইয়েছেন নানা পদ। আর তখনই নতুন ইচ্ছার কথা প্রকাশ করেন অঞ্জু। বলেন, ‘অভিনয় নয়, এবার ছবি প্রযোজনায় নামতে চাই। প্রথম ছবি অবশ্যই যৌথ প্রযোজনায় নির্মিত হবে। এ বছরের শেষের দিকে ঢাকায় যাব। তখন সেখানকার প্রযোজক চূড়ান্ত করব। দুই দেশের নামকরা সব অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন আমার ছবিতে। ঢাকাই ছবির যে সোনালি দিন আমরা দেখেছি, সেটা আবার ফিরিয়ে আনতে চাই।’ সাঈদুর রহমানের সঙ্গে কয়েকটি ছবিও তোলেন অঞ্জু। ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেন।মন্তব্য