kalerkantho

সময় সংকট

রংবেরং ডেস্ক   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০
সময় সংকট

অস্কারটা উঠতে পারত তাঁর হাতেও। ‘লা লা ল্যান্ড’-এর জন্য এবার অস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন। অথচ ছবিতে তাঁর চরিত্রটি করার কথা ছিল আরেক এমার—এমা ওয়াটসন। আগে গুঞ্জন ওঠে, আকাশচুম্বী পারিশ্রমিকের কারণে এমা ওয়াটসনকে ছবি থেকে বাদ দেন পরিচালক ডেমিয়েন শ্যাজেল, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর সমালোচনায়ও মুখর হয় অনেকে। অবশেষে এ নিয়ে মুখ খুললেন ‘হ্যারি পটার’ অভিনেত্রী নিজেই। জানালেন, পারিশ্রমিক জটিলতা নয়, বরং সময় না মেলায়ই ছবিটি করতে পারেননি তিনি, “আমি অবশ্যই ‘লা লা ল্যান্ড’ করতে চেয়েছিলাম। মিউজিক্যাল-রোমান্টিক ছবি আমি দারুণ পছন্দ করি। কিন্তু একই সময়ে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর কাজও শুরু হয়। আমাকে যেকোনো একটা বেছে নিতেই হতো।’ খারাপ লাগলেও এ ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলেও জানান ২৬ বছর বয়সী অভিনেত্রী, “দুটি কাজ একসঙ্গে সম্ভব ছিল না। কারণ ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এমন কোনো ছবি নয় যে সেটে গেলাম আর শট দিলাম। এই ছবির জন্য আমাকে দীর্ঘ প্রস্তুতি নিয়ে হয়েছে। নাচ, গান আর ঘোড়া চালানো শিখতে হয়েছে, যাতে মাসের পর মাস লেগেছে। এর মধ্যে অন্য একটা ছবি করা সম্ভব ছিল না।”মন্তব্য